হোম > ছাপা সংস্করণ

নিত্যপণ্যের দামে অস্বস্তিতে মানুষ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামের বিভিন্ন হাট-বাজারে সবজিসহ নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। এতে পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো। তাঁদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না।

চৌদ্দগ্রাম পৌরসভাসহ ইউনিয়নের দৈনিক ও সাপ্তাহিক বাজার ঘুরে জানা যায়, গত দুই-তিন দিনের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো ও মাছসহ নিত্যপণ্যের।

বিক্রেতারা বলছেন, গত চার-পাঁচ দিনে কয়েক দফায় বেড়েছে নিত্যপণ্যের দাম। আর গত কয়েক দিন বিরূপ আবহাওয়া থাকায় সবজি উৎপাদন অনেকাংশে কমে গেছে। তাই বাজারে সবজিসংকট রয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে বিক্রি করছেন।

চৌদ্দগ্রাম কাঁচাবাজারের সবজি বিক্রেতা মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, চাষিদের কাছ থেকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। এ কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

মাছ ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, ‘বাজারে মাছের চাহিদা বেশি। তাই মাছ বাড়তি দামে বিক্রি করছি। আশা করি, কিছুদিনের মধ্যে মাছের দাম কমে যাবে।’

নাসিমা বেগম নামে এক ক্রেতা বলেন, ‘প্রতিদিন সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। দিন দিন সবকিছু আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’

মো. শরিফুল ইসলাম বলেন, ‘এভাবে দাম বাড়লে আমাদের না খেয়ে থাকতে হবে।’

চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম মন্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের দাম অতিরিক্ত রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ