হোম > ছাপা সংস্করণ

সত্যবাদীর অনন্য মর্যাদা

মুফতি খালিদ কাসেমি

সব সময় সত্য কথা বলা নবী-রাসুল ও নেককারদের বৈশিষ্ট্য। এটি একটি উত্তম গুণ। ইসলামে তাই সত্য বলার প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সত্য বলার সঙ্গে সঙ্গে সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করার প্রতিও আল্লাহ জোর দিয়েছেন। কোরআনে এরশাদ হচ্ছে, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থেকো।’ (সুরা তাওবা: ১১৯)

সত্য বলার কারণে জান্নাত লাভ হবে। মহানবী (সা.) বলেন, ‘সত্য নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের ওপর অবিচল থেকে “সিদ্দিক” মর্যাদা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যুক সাব্যস্ত হয়।’ (বুখারি)

আরেক হাদিসে বর্ণিত হয়েছে, ‘তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও; আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব।’ তা হলো—১. কথা বললে সত্য বলবে। ২. ওয়াদা দিলে রক্ষা করবে। ৩. কোনো কিছু গচ্ছিত রাখা হলে বিশ্বাসঘাতকতা করবে না। ৪. লজ্জাস্থানের হেফাজত করবে। ৫. দৃষ্টি অবনত রাখবে। ৬. জুলুম করা থেকে বিরত থাকবে।

সত্য বললে অন্তরে প্রশান্তি লাভ হয়। মহানবী (সা.) বলেন, ‘যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই, তা গ্রহণ করো। কারণ, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ।’ (তিরমিজি)

সততায় বরকত লাভ হয়। মহানবী (সা.) বলেন, ‘ক্রেতা-বিক্রেতা (একে অপরের থেকে) বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত উভয়ের অধিকার থাকবে। যদি তারা উভয়ে সত্য কথা বলে ও (পণ্যের দোষ-ত্রুটি) যথাযথ বর্ণনা করে, তবে তাদের কেনাবেচায় বরকত হবে। আর যদি তারা মিথ্যা বলে এবং (ত্রুটি) গোপন করে, তবে তাদের কেনাবেচার বরকত নষ্ট হয়ে যাবে।’ (বুখারি)

মুফতি খালিদ কাসেমি, ইসলামবিষয়ক গবেষক 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ