রূপসায় তুষার বসুরতিকান্ত নামে এ ব্যক্তিকে শুটারগান ও কার্তুজসহ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে রূপসার ডোবা কালিবাড়ি মোড় থেকে আটক করা হয়।
র্যাব-৬ খুলনা এর একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রূপসার ডোবা কালিবাড়ি মোড় এলাকায় শ্যামল দাসের মুদির দোকানের পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে কৌশলে পালানোর চেষ্টাকালে তুষার বসুরতিকান্ত আটক হয়।
র্যাব-৬ জানায়, রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের তুষার বসুরতিকান্তর (৫০) হেফাজত হতে একটি বিদেশী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, দুইটি সীমকার্ড ও একটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।