বরেণ্য গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত হয়েছেন ৪ সেপ্টেম্বর। তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতাল, শহীদ মিনার ও এফডিসিতে হাজির হয়েছিল শত শত মানুষ। সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা জানিয়েছিলেন গীতিকারের সঙ্গে তাঁদের কাজের অভিজ্ঞতা। গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করতে গীতিকারদের সংগঠন ‘গীতিকবি সংঘ’ আয়োজন করেছে গীতিকবির জন্য স্মরণসভা। আজ সোমবার বেলা ৩টা ৩০ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় হবে আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ ছাড়া সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীতশিল্পী খুরশীদ আলম, সাবিনা ইয়াসমীন, আবিদা সুলতানা, রফিকুল আলম, কনকচাঁপা, আগুন, রবি চৌধুরী, মনির খান, সাব্বির জামান, অভিনয়শিল্পী অঞ্জনা, ওমর সানীসহ অনেকেই থাকবেন। গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে বিভিন্ন সময়ের স্মৃতি ভাগাভাগি করে নেবেন তাঁরা।
এ ছাড়া অনুষ্ঠানে আসবেন গীতিকবির স্ত্রী জোহরা গাজী এবং দুই সন্তান সরফরাজ মেহেদী আনোয়ার উপল ও দিঠি আনোয়ার। থাকবেন ভাষাচিত্র প্রকাশনীর প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম। এ প্রকাশনী থেকে গত বছর বেরিয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের লেখা বই ‘অল্প কথার গল্প গান’-এর প্রথম পর্ব। বইটিতে আছে তাঁর লেখা জনপ্রিয় ২৫০টি গানের কথা ও ৫০টি গান তৈরির গল্প। বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশের ঘোষণা এসেছে। ১৬ সেপ্টেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া বাংলাদেশ বইমেলায় পাওয়া যাবে বইটি।
এ বিষয়ে গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল বলেন, ‘অনেক আগেই বাবা বইটির সব লেখা শেষ করেছেন। বাবার জীবদ্দশাতেই বইটি প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি চেয়েছিলেন কলকাতায় বইটির মোড়ক উন্মোচন করতে।’