গত বুধবার বেলা ৩টা ৫০ মিনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরগামী বিকেল চারটার শাটল ট্রেন সবেমাত্র প্ল্যাটফর্মে ঢুকেছে। এর মধ্যেই জানালা দিয়ে সিটে ব্যাগ রাখেন ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী নুসরাত জাহান নাহার।
কয়েক সেকেন্ড পর শাটল ট্রেন থামলে সিটে গিয়ে নুসরাত দেখেন, তাঁর ব্যাগ নেই। বন্ধুবান্ধব নিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তিনি আর ব্যাগটি পাননি।
তখনই বন্ধুবান্ধব পরিকল্পনা করেন, পরদিন চোরকে খুঁজে বের করবেন। পরিকল্পনা অনুযায়ী একই সময় তাঁরা স্টেশনে কড়া নজর রাখলে সন্দেহভাজন এক যুবককে দেখতে পান। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক পালানোর চেষ্টা করলে দৌড়ে ধরে পুলিশে দেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া নুসরাত জাহান নাহারের অন্য তিন সহপাঠী হলেন মুহিবুল্লাহ মাসুদ, জয় দাশ ও রেশমা আক্তার। আটক ব্যক্তির নাম ইকবাল হোসেন (২৬)। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মুগজীব ইউনিয়নের বাসিন্দা।
নুসরাত জাহান নাহার বলেন, ‘শাটল ট্রেনে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনাগুলোর বিষয় আমি জানতাম না। আটক ব্যক্তি পুলিশের সঙ্গে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড় থেকে ব্যাগ এনে দেন।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাভলু বলেন, কয়েকজন শিক্ষার্থী এক চোরকে ধরে আমাদের খবর দেয়। পরবর্তী সময়ে পুলিশ তাঁকে ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির বিষয় স্বীকার করেন। আমরা তাঁর কাছে থাকা চুরি হওয়া উদ্ধার করতে পেরেছি।