হোম > ছাপা সংস্করণ

দেবহাটায় থামছে না নির্বাচনী সহিংসতা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে সহিংসতা থামছে না। এতে বাড়ছে মামলার সংখ্যা। ভীতি বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

কুলিয়া ও সখিপুর ইউনিয়ন পরিষদে গত বুধবার ঘটে যাওয়া দুটি সহিংসতায় আরও পৃথক পৃথক মামলা হয়েছে। এতে দুই মামলায় ৮ জন আসামিকে আটক করেছে দেবহাটা থানা-পুলিশ।

কুলিয়া ইউনিয়ন পরিষদের দেউকুলে বসতবাড়িতে প্রবেশ করে হামলা ও ভাঙচুরের ঘটনায় আলমগীর হোসেন (৪২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে গত বুধবার একটি মামলা করেছেন। এ মামলায় ৫ জন আসামিকে আটক করেছে পুলিশ।

অপরদিকে সখিপুর ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন কাগজপত্র নিয়ে পরাজিত চেয়ারম্যানের বাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ ফারুক হোসের ওপর হামলার ঘটনায় তাঁর মা ফতেমা খাতুন বাদী হয়ে একই দিনে ১০ জনসহ ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।

এ মামলায় কামটা গ্রামের গোপাল মণ্ডল (৫২), উত্তর সখীপুরের আব্দুর রহিম (৫০) ও সখিপুরের বিল্লাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে এসব এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে সাধারণ মানুষ সহিংস কর্মকাণ্ড পরিহার করতে উভয়কে স্বাভাবিক থাকার অনুরোধ জানিয়েছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, আটক ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে আছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ