বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম সংস্করণ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন দলগুলোর অধিনায়কেরা।
সব দলই চায় চ্যাম্পিয়ন হতে। আমরাও এর ব্যতিক্রম নই। এটা তো বলে-কয়ে হবে না। মাঠে ভালো করতে হবে। ম্যাচ ধরে ধরে এগোতে চাই।
মাশরাফি বিন মর্তুজা
অধিনায়ক, সিলেট স্ট্রাইকার্স
কুমিল্লা সব সময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করে। এ বছরও আমাদের একই পরিকল্পনা। চেষ্টা করব এ বছরও শিরোপা ধরে রাখতে।
ইমরুল কায়েস
অধিনায়ক, কুমিল্লা ভিক্টোরিয়ানস
আমি তো একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। দুবার ফাইনাল খেলেছি। অবশ্যই শিরোপা জেতার লক্ষ্য থাকবে। চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগবে।
মেহেদী হাসান মিরাজ
প্রতিনিধি, ফরচুন বরিশাল
চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। আমাদের শক্তিশালী দিক হলো, দলীয় চেতনা। দল ভারসাম্যপূর্ণ। সে হিসেবে আশা করতেই পারি।
শুভাগত হোম চৌধুরী
অধিনায়ক, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
অবশ্যই আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। ট্রফি এখনো ধরিনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলেই ধরব। আমাদের দল তরুণ, উদ্যমী।
নুরুল হাসান সোহান
অধিনায়ক, রংপুর রাইডার্স
আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রতিটি টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ।
নাসির হোসেন
অধিনায়ক, ঢাকা ডমিনেটরস
স্নায়ুচাপ না, রোমাঞ্চিত আসলে। জীবনের নতুন একটা বিষয়, সেটাও বিপিএলের মতো টুর্নামেন্টে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করতে।
ইয়াসির আলী রাব্বি
অধিনায়ক, খুলনা টাইগার্স