২০ ডিসেম্বর মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতিফলকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মৃতিফলক বেদিতে সাংসদ নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।
এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।