জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত দুই চেয়ারম্যানকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মচারী লীগ সংবর্ধনা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের চিকনাগুল পানিছড়া প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কর্মচারী লীগ সভাপতি মো. হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ সুবহানের পরিচালনায় বক্তব্য দেন ফতেপুর ইউপির চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) হেলাল আহমদ।