ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১০ প্রার্থীকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর, মালাপাড়া ও দুলালপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
গত সোমবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এ সময় তিনি ২ সাধারণ সদস্য প্রার্থীকে দেওয়ালে ও যানবাহনে পোস্টার লাগানোর জন্য ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালগর ও নাল্লা এলাকায় ৩ চেয়ারম্যান ও ৪ সাধারণ সদস্য প্রার্থীকে একই অপরাধে ১০ হাজার করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে একই অপরাধে এক সাধারণ সদস্য প্রার্থীকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সোহেল রানা বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ব্রাহ্মণপাড়া উপজেলার ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এ অভিযান চলমান রয়েছে।