চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ কম্পাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে এ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর মাদার্শা ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহেদুল আলম তাঁর সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ফটোসেশন ও ফেসবুক লাইভে অংশ নেন। এ সময় তাঁর সমর্থকেরা জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওঠেন।
মোহাম্মদ শাহেদুল আলম বলেন, ‘আমরা ফটোসেশন করার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উঠিনি। কে বা কারা তাতে উঠেছে তা আমার জানা নেই।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা নিয়ে ওঠা মানে তাঁকে চরম অবমাননা করা।’
ইউএনও মো. শাহিদুল আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’