হোম > ছাপা সংস্করণ

মামলা চলছে চলবে

একের পর এক সম্পর্কের ভাঙাগড়া। সেই সঙ্গে আঠার মতো লেগে আছে পুরোনো সম্পর্কের তিক্ত আইনি লড়াই। পিছু ছাড়ছে না হলিউড তারকা অ্যাম্বার হার্ডের খারাপ সময়। তবে অ্যাম্বারের চেয়েও খারাপ সময়ে আছেন তাঁর সাবেক স্বামী জনি ডেপ। ব্যক্তিগত জীবন আর হলিউডের ক্যারিয়ার—সবই শেষের পথে। হাতে নেই সিনেমা। মামলা আর ক্ষতিপূরণে শেষ হয়ে যাচ্ছে জমানো অর্থও।

১২ এপ্রিল শুরু হয়েছে সাবেক এই দম্পতির মামলার পাল্টাপাল্টি শুনানি। চলবে ছয় থেকে সাত সপ্তাহ। এ শুনানি সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। অ্যাম্বার-ডেপের ঘরোয়া ঝগড়া ও অশান্তি, পরস্পরকে মন্দ কথা শোনানো, মাদকাসক্তি ইত্যাদি নানা কেচ্ছার কথা এখন প্রতিদিন প্রকাশ পাচ্ছে ভার্জিনিয়ার আদালতে।

ঘটনার সূত্রপাত দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধ। বিচ্ছেদের পর অ্যাম্বার লিখেছিলেন নিবন্ধটি। সেখানে অভিনেত্রী দাবি করেন, জনি ডেপের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরে অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনি। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন অ্যাম্বার। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই, সত্যটা সামনে আসুক।’ আদালতে ডেপ আরও জানান, ঝগড়ার সময় হার্ডই প্রথম তাঁকে থাপ্পড় বা ধাক্কা দিতে এগিয়ে আসতেন।

অ্যাম্বার জানিয়েছেন, ডেপের মারের হাত থেকে বাঁচতে তিনি কিছু জিনিস ছুড়েছিলেন সত্যি। ডেপ তাঁর বোনকে সিঁড়ি থেকে ফেলে দেবেন, এই ভয়ে একবার তিনি ডেপকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ