বগুড়ার শিবগঞ্জে ধানখেত থেকে আনোয়ার হোসেন (৫০) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের বিলপাড়া গ্রামের একটি ধানখেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত কবেজ মোন্নার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর রিপন মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত আনোয়ারের শরীরে কোনো জখমের চিহ্ন দেখা যায়নি। তবে তার ঘাড় মটকানো ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।