কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ১৪ হাজার ৪৫ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে ও পৌরসভায় এসব টিকা দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন বলেন, ‘উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৪ হাজার ৪৫ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিকুর রহমান ছবি বলেন, ‘সকাল থেকেই গ্রহীতারা টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে আসেন। সুশৃঙ্খলভাবে এক হাজার নয়শ পঁচিশ জনকে আমার ইউনিয়নে টিকা দেওয়া হয়েছে।’