হোম > ছাপা সংস্করণ

প্রার্থনা ত্রিপুরার পাশে দাঁড়ালেন কয়েকজন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্কুলছাত্রী প্রার্থনা ত্রিপুরার শিক্ষায় সহায়তার হাত বাড়িয়েছেন জেলা প্রশাসক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও শিক্ষা উন্নয়ন সংস্থা।

দীঘিনালা মডেল গার্লস স্কুলে নবম শ্রেণি পড়ুয়া প্রার্থনা ত্রিপুরা উপজেলার মেরুং ইউপির ১ নম্বর ওয়ার্ডের কুমর হেডম্যান পাড়ার নাগিনীছড়া এলাকার মৃণাল কান্তি ত্রিপুরার মেয়ে। এর আগে ‘স্কুলে ভর্তি হতে পারছেন না প্রার্থনা’ শিরোনামে গত সোমবার ‘আজকের পত্রিকা’য় খবর প্রকাশ হয়।

খবর প্রকাশের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রার্থনা ত্রিপুরাকে ৮ হাজার টাকা শিক্ষা অনুদান দেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা এই টাকা প্রার্থনা ও তার মা আপন বালার হাতে তুলে দেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিব আগামীকাল প্রার্থনা ত্রিপুরাকে ১০ হাজার টাকা অনুদান তুলে দেবেন বলে জানিয়েছেন। এ ছাড়া খবর প্রকাশের পরই প্রার্থনার জন্য বিকাশে ২ হাজার টাকা পাঠিয়েছেন রাজীব নন্দী নামে এক পেশাজীবী।

খাগড়াছড়ি শিক্ষা উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা জানান, প্রার্থনা ত্রিপুরার শিক্ষাজীবন সমাপ্ত হওয়া পর্যন্ত শিক্ষা ব্যয় বহন করবেন।

আপন বালা ত্রিপুরা বলেন, ‘অর্থাভাবে মেয়েটার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছিল। পড়ালেখার জন্য আর্থিক অনুদান পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আবার পড়ালেখা চালিয়ে নিতে পারব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ