পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হন গোপাল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ এবং পৌর শাখার সভাপতি লিটন রায় ও সাধারণ সম্পাদক রঞ্জন সূত্রধর। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের বরাটিয়া পাগলনাথ আশ্রমে সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন।