মুজিব বর্ষ উপলক্ষে নড়াইলে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। গত শুক্রবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী।
এ সময় দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহকারী সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাশ, কোষাধ্যক্ষ আবদুর রশীদ মন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম শান্তসহ প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দাবা ফেডারেশনের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, দেশব্যাপী দাবা খেলার প্রচলন থাকলেও আন্তর্জাতিকভাবে দাবা খেলার সঙ্গে ঢাকা বাইরের জেলাগুলোর খেলোয়াড়েরা পরিচিত নন। আন্তর্জাতিক মানের প্রতিযোগী গড়ে তুলতে দাবা ফেডারেশন কাজ শুরু করেছে।