শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ইংল্যান্ড। জস বাটলারের শেষ বলের ছক্কায় পাওয়া দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইংল্যান্ড করে ৪ উইকেটে ১৬৩ রান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ১৩৭ রানে।
শারজায় আগে ব্যাট করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর অবশ্য দলকে টেনে নেন বাটলার ও অধিনায়ক এউইন মরগান। ৪০ রান করে মরগান ফিরলেও প্রান্ত আগলে ইংল্যান্ডকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান বাটলার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূরণে বাটলারের প্রয়োজন ছিল ৫ রান। ছয় মেরেই সেই লক্ষ্য পূরণ করেন এই ওপেনার।
লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লম্বা সময় ম্যাচে ছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। থেমে যায় ১৩৭ রানে।