হোম > ছাপা সংস্করণ

ফটকের তালা ভেঙে চাটখিলে মোটরসাইকেল চুরি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বাড়ির গেটের তালা ভেঙে সাইফুল ইসলাম (২৪) নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। গত শুক্রবার রাতে চাটখিল পৌরসভার ধামালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার চাটখিল থানায় অজ্ঞাতপরিচয় চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, সাইফুল ইসলাম চাটখিল বাজারের ব্যবসায়ী। গত শুক্রবার ব্যবসায়ের কাজ শেষে রাত ১০টার দিকে তিনি চাটখিল পৌরসভার ধামালিয়ার বাড়ি ফেরেন। বরাবরের মতো বাড়ির সিঁড়ির নিচে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি রাখেন। সকালে উঠে দেখতে পান বাড়ির গেটের তালা ভেঙে কে বা কারা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে ওই ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে ঘটনা জানিয়ে ও দেখিয়ে দুপুরে চাটখিল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, এলাকায় চুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। তারপরও কোথাও এ ধরনের ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ