হোম > ছাপা সংস্করণ

পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বক্তব্য শেষ না করে ক্ষোভে মঞ্চ থেকে নেমে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল শুক্রবার নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনসহ বিপুলসংখ্যক জনপ্রতিনিধি ও সংবাদকর্মী।

সভায় পবিত্র কোরআন তিলাওয়াত না রেখে পৌর মেয়রের বক্তব্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তাদের মধ্যে করা হয়নি জ্যেষ্ঠতার পরিমাপ। সাংসদের পর সচিব এবং তারপরই পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বক্তব্য দেওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।

এরই মধ্যে প্রধান অতিথি বক্তব্য শুরুর দুই মিনিটের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তিনি ক্ষোভ প্রকাশ করে মঞ্চ থেকে নেমে যান। পরে তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি পঞ্চগড়ের উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন। ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এ কমিউনিটি সেন্টার কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে কনফারেন্স রুম, প্রথম ও দ্বিতীয় তলায় আধুনিক মানের কমিউনিটি সেন্টার, তৃতীয় তলায় ভিভিআইপি তিন তারকা মানের গেস্ট হাউস ও চতুর্থ তলায় জ্ঞান পিপাসুদের জন্য লাইব্রেরির ব্যবস্থা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ