চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনীয় অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগের প্রার্থী গাজী মো. ইদ্রিস অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন সবুজ এ আগুন দিয়েছে।
অস্বীকার করেন শাহাদাত হোসেন সবুজ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।
এদিকে কোলাগাঁও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাসেম রাসেল গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুল হক ভোটকেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন। তিনি সবাইকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে ভোটাররা আতঙ্কে রয়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন।