তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২২। ১৯ ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে কৃষিসংশ্লিষ্ট ১০টি বিভাগে মোট ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী মেহজাবীন, নৃত্যশিল্পী প্রেমা ও তাঁর দল। গান পরিবেশন করেন লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনয়শিল্পী সাজু খাদেম ও নাদিয়া আহমেদ। ২৪ ফেব্রুয়ারি মো. মাসুদ মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে প্রচার হবে সন্ধ্যা ৭টায়।