বরিশাল প্রতিনিধি
জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কোতোয়ালি থানা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মহিলা দল সভাপতি ফারহানা তিথি, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষক দল সভাপতি এইচএম মহসীন আলম প্রমুখ।