প্রখ্যাত রাজনীতিবিদ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গতকাল বুধবার মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই শ্রদ্ধা জানানো হয়।
শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন ভাসানী অনুসারী জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল ও কেন্দ্রীয় সদস্য আবু জাফর সালেহ।
এরপর শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদ-এর জেলা কমিটি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ভাসানী পরিষদ, ভাসানী পাঠাগার ও ছাত্র ফেডারেশনের নেতারা। পরে দেওয়ান মো. নিলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) কার্যালয়ে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। বক্তব্য দেন সদস্যসচিব অধ্যক্ষ গোলাম রাব্বানী, অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস প্রমুখ।