মিথ্যা তথ্য দিয়ে মামলার অভিযোগে পাল্টা মামলায় বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
আগামী ১৩ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ঠিক করেছেন আদালত।
একই সঙ্গে এ মামলায় নাজমুল হুদার জামিন মঞ্জুর করা হয়েছে। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস গতকাল বুধবার এ আদেশ দেন।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় সম্প্রতি নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।