গোপালগঞ্জে তৃতীয় ধাপে মুকসুদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফারুক খান মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়্যান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান মিযান, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ইউপি নির্বাচনে মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নের সব চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা অংশগ্রহণ করেন।