হোম > ছাপা সংস্করণ

বিআরটিসির বাস নেই, ক্ষোভ

বরগুনা প্রতিনিধি

পদ্মা সেতু চালু হবে আগামীকাল শনিবার। এর পরদিন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২৩ রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসি ২৩ রুটের তালিকা প্রকাশ করে। কিন্তু এতে বরগুনা-ঢাকা রুটে বিআরটিসি বাস চলাচলের কথা উল্লেখ নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিআরটিসির জেনারেল ম্যানেজার মেজর মোক্তারুজ্জামান গত মঙ্গলবার গণমাধ্যমকে ২৩ রুটে বিআরটিসির বাস চলাচলের কথা জানান এবং রুটগুলোর একটি তালিকাও প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকার বিভিন্ন ডিপো থেকে ২৩টি রুটে বাসগুলো পরিচালনা করা হবে। এসব রুটে ২০১৯ সালে ভারত থেকে আনা বাস চলাচল করবে।

বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বিআরটিসির বাস চলাচলের কোনো খবর আমরা আপাতত পাইনি। তবে পরবর্তী সময়ে চালু হতে পারে।’

পদ্মা সেতুকে ঘিরে ২৩টি নতুন রুটের মধ্যে ঢাকা-বরগুনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার বিশিষ্ট নাগরিক ও যাত্রী অধিকার সংরক্ষণের নেতারা।

জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘বরগুনা জেলায় বিআরটিসির বাস চালুর উদ্যোগ নেওয়া হয়নি। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই বিআরটিসি এই রুটকে সংযোজন করবে। আমরা এত দিন নৌপথে যেতে বাধ্য হয়েছি। পদ্মা সেতু চালু হওয়ার পর আমরা সড়ক পথে দ্রুত ঢাকা যেতে চাই। আমাদের বরগুনার বাসিন্দাদের জন্য বিআরটিসির বাস চালু করার দাবি জানাই।’

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মুশফিক আরিফ বলেন, ‘এটা খুবই হতাশাজনক খবর। আমি তালিকাটি দেখেছি। আমাদের কেন বারবার অবহেলা করা হয় জানি না। আমরা দাবি জানাই, বরগুনা ঢাকা রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হোক। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য বিআরটিসিকে আমি অনুরোধ করব। যদি বিআরটিসির বাস চালু না করা হয়, প্রয়োজনে আমরা আন্দোলন করব।’

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল বারি আসলাম বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে আমাদের পদ্মা সেতু চালু হতে চলেছে। সেতুর সুবিধা ভোগ করার জন্য নিরাপদ ভ্রমণে বিআরটিসির বাস সার্ভিস খুবই জরুরি। আমরা চাই বিআরটিসি এ রুটে শিগগির আধুনিক সুবিধা সম্পন্ন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেবে।’

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘বিআরটিসি আপাতত ২৩টি রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। মাসখানেক পরে চাহিদার পরিপ্রেক্ষিতে এ বাসের সংখ্যা বাড়ানো হবে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমরা আশা করি, বিআরটিসি এ রুটে বাস চলাচলে উদ্যোগ নেবে। বিষয়টি নিয়ে আমি বিআরটিসির সাথে কথা বলব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ