হোম > ছাপা সংস্করণ

রাজবনবিহারে আজ কঠিন চীবর দান

রাঙামাটি ও রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটি রাজবন বিহারে আজ শুক্রবার সীমিত পরিসরেই উদ্‌যাপিত হবে ৪৮তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। প্রতি বছর একে কেন্দ্র করে রাঙামাটিতে হাজারো মানুষের সমাগম হয়। তিন পার্বত্য জেলা থেকে পুণ্যার্থীরা এতে যোগ দেন।

বিহার চত্বরে তুলা থেকে সুতা কেটে কোমর তাতের মাধ্যমে চীবর বোনেন পুণ্যার্থীরা। করোনার কারণে গত বছরের মতো এবারও ওই প্রক্রিয়ায় চীবর দান অনুষ্ঠান হচ্ছে না। বাজার থেকে চীবর কিনে সেলাই করে দান করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

মাসব্যাপী চলা এ কঠিন চীবর দানের সবচেয়ে বড় উৎসব হয় বন বিহারের প্রধান শাখা রাঙামাটি রাজবন বিহারে। এ দানকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী, দর্শনার্থী রাঙামাটিতে আসেন।

এদিকে রাজস্থলী প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীর বাঘছড়া বৌদ্ধ বিহারে গতকাল বৃহস্পতিবার কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে। উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের এই বিহারে এর আয়োজন করেন দায়ক ক্যচিংহ্লা মারমা। এ দিন পঞ্চমশীল গ্রহণ, বুদ্ধমূর্তিদান, সংঘদান, চীবর দান, কল্পতরুদান, প্রদীপ পূজাসহ নানাবিদ দান অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় আলোচনা সভায় দেশনা দেন করেন চুশাক পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বিদর্শন ভাবনা গুরুভান্তে উ. কিত্তিমা মহাথের। এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু, স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকশত পুণ্যার্থী অংশ গ্রহণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ