জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশের মানুষ আজ শান্তিতে আছে।
তাঁর ঘোষণা অনুযায়ী গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এ লক্ষ্যে প্রত্যেকটি গ্রামে ব্যাপক উন্নয়নকাজ করা হচ্ছে। তাই বৈশ্বিক সংকটকালীন দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই।’
গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে ফুলছড়ি উপজেলা পরিষদ রাস্তার পূর্ব বোয়ালীতে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ২২ মিটার সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।