রূপসার উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ৯টি ওয়ার্ড কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার সন্ধ্যায় ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণত সম্পাদক মো. মানিকউজ্জামান অশোক।
আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির হোসেন সজল, উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আব্দুল মান্নান শেখ, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম-আহ্বায়ক মো. বেনজির হোসেন, সদস্য মোল্লা আনিসুর রহমান মাসুম ও খান মোশারেফ হোসেন কুটি।