জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হায়াত, মুনিরা মিঠু, অপর্ণা, শবনম ফারিয়া, মাজনুন মিজান, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।