রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে চুরির অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে চুরির চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই চার নারী সম্পর্কে বোন। তাঁরা জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার চার বোন হলেন আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) ও পিয়ারা খাতুন (২৫)। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা।
চারজনের মধ্যে মুন্নি আক্তার ও পিয়ারা খাতুন আপন দুই বোন। আকলিমা খাতুন ও তামান্না আক্তার তাঁদের চাচাতো ও ফুফাতো বোন।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তার হওয়া চারজন বিভিন্ন জেলায় ঘুরে বাসায় বাসায় কাজের বাহানায় ঢোকেন। পরে সুযোগ বুঝে পালাতেন। গতকাল সকালে একটি বাসায় চুরি করতে গেলে তাঁদের হাতেনাতে আটক করা হয়। এর আগেও মিরপুরে চুরির অভিযোগে গ্রেপ্তারের পর মামলা হয়। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’