হোম > ছাপা সংস্করণ

ত্বকের যত্নে গ্রিন-টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রিন-টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর বলে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। ত্বকের জ্বালাপোড়াও কমায়। চা হিসেবে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন এটি।

  • দুটি গ্রিন-টির ব্যাগ অথবা ২ টেবিল চামচ চাপাতা ৪৫০ মিলিলিটার পরিমাণ পানিতে ডোবান। পানি সেদ্ধ করুন। ঠান্ডা হয়ে এলে টি ব্যাগ তুলে পাতলা কাপড় বা তোয়ালে ভিজিয়ে মুখের ওপর ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত দিয়ে রাখুন। এতে ত্বকে কোনো জ্বালাপোড়া ভাব থাকলে কমে যাবে। পোড়া দাগও দূর হবে।
  • ত্বক থেকে দূষিত পদার্থ বের করতে গ্রিন-টির ব্যাগ দেওয়া পানিতে গরম ভাপ নিতে পারেন। তোয়ালে দিয়ে মাথা ঢেকে পানি থেকে ওঠা গরম ধোঁয়া মুখে লাগান। সপ্তাহে ১০ মিনিট ভাপ নিলেই ত্বকের শুষ্কভাব দূর হবে।
  • অল্প একটু পানি, চিনি ও গ্রিন-টি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে সেই পেস্ট লাগিয়ে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই প্যাক দিয়ে স্ক্র্যাব করতে পারেন। চাইলে হাত, পা ও গলায় স্ক্র্যাবারটি লাগানো যাবে। এতে মরা কোষ দূর হবে।
  • দুটি গ্রিন-টির ব্যাগ গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে তুলে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর দুই চোখে দুটি টি ব্যাগ দিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে ফেলে দিন। গ্রিন-টি চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।
  • বাজারে গ্রিন-টিসমৃদ্ধ ফেস ক্রিমও পাওয়া যায়। তারুণ্য ধরে রাখতে দিনে এক থেকে দুইবার এই ক্রিম ব্যবহার করতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ