তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ। নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় ৯ জন বহিরাগতকে।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, গত মঙ্গলবার সকালে নয়াকান্দি গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দিলে আমি ঘটনা স্থলে গিয়ে ৭টি বড় ছুরি, ১০টি জিআই পাইপ,১টি চাইনিজ কুড়াল ও ২টি রড থানায় নিয়ে আসি।’
১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবু সাত্তারের বোন সালমা বলেন, ‘আমি এ সব অস্ত্র পেয়ে পানিতে ফেলে দিয়েছিলাম। পরে গ্রামের লোকজন এসে পানি থেকে ওঠায়।’
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, গত মঙ্গলবার রাতে কলাকান্দি ইউনিয়নে পুলিশ অভিযান পরিচালনার সময় দড়িমাছিমপুর এলাকায় একটি মাইক্রোবাস ঘোরাঘুরি করে। এতে পুলিশের সন্দেহ হলে তাঁদের আটক করে পুলিশ।