শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই ইউপির বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গতকাল বুধবার বিকেলে আদালতের আদেশের একটি অনুলিপি শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছেছে বলে জানা গেছে।
এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে স্থগিতের এ আদেশ দেন। আদেশে বলা হয়, ২৮ নভেম্বর শিমুলবাক ইউপি নির্বাচনের ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইউপি নির্বাচনের সকল ভোট কেন্দ্রের ব্যালট পেপার গণনা ও সেই অনুযায়ী পুনর্নিবাচন করতে হবে।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, ইউপি নির্বাচনের ফলাফল ছয় মাসের জন্য স্থগিতাদেশ অফিসিয়ালি পাইনি। এ বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের আইন শাখা রয়েছে। মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানু রহমান জিতু বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গণনায় ব্যাপক কারচুপি করা হয়েছে। আমি হাইকোর্ট বেঞ্চে প্রত্যেকটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার পুনরায় গণনার জন্য আবেদন করেছি। হাইকোর্ট আমার পক্ষে আদেশ দিয়েছেন।’