হোম > ছাপা সংস্করণ

লাপাত্তা হওয়া চাল রাতে ফিরল স্টোরে

বাসাইল প্রতিনিধি

বাসাইলে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল লাপাত্তা হওয়ার খবর প্রকাশের পর অভিযুক্ত দুই ডিলার চালের বস্তাগুলো স্টোররুমে তুলেছেন আবার। গত সোমবার রাতের কোনো এক সময়ে এসব চালের বস্তা তোলা হয়েছে। পরে গতকাল মঙ্গলবার সকাল থেকে চাল বিতরণ শুরু করা হয়। তবে এত দ্রুত কোথায় থেকে চালের বস্তাগুলো নিয়ে আসা হলো, তার সঠিক জবাব দিতে পারেননি অভিযুক্ত ডিলারেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার সকালে উপকারভোগীরা উপজেলার ময়থা বাজার ও ফুলকী পশ্চিমপাড়া বাজার এলাকায় চাল আনতে যান। এ সময় স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে কয়েকজন ইউপি সদস্যসহ আরও কয়েকজন মিলে চালের বস্তার হিসাব নেন। এ সময় তাঁরা ময়থা উত্তরপাড়া এলাকার ডিলার নাছরিন বেগমের দোকান থেকে ১৩০ বস্তা এবং ফুলকী পশ্চিমপাড়া বাজার এলাকায় জাকির হোসেন পাপনের দোকান থেকে ৮৭ বস্তা চাল কম পাওয়া যায়। এরপর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বিজু সেখানে গিয়ে চাল বিতরণ বন্ধ করে দেন।

ইউপি চেয়ারম্যান সামছুল আলম বলেন, ‘অভিযুক্ত দুই ডিলার লাপাত্তা হওয়া চাল তাঁদের দোকানে তুলেছেন আবার। পরে গতকাল সকাল থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। তবে এই চালের বস্তাগুলোতে দুই থেকে তিন কেজি করে চাল কম রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ডিলার জাকির হোসেন পাপন বলেন, চালের বস্তাগুলো আশপাশের দোকানে রাখা হয়েছিল। পরে সেখান থেকে রাতে স্টোররুমে আনা হয়েছে। ডিলার নাছরিন বেগম বলেন, কামুটিয়া থেকে চালের বস্তাগুলো আনা হয়েছে।

এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেব নাথ তাঁর বক্তব্য পাল্টেছেন। সোমবার তিনি চাল গায়েব হয়নি বলে জানালেও গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘চাল গায়েবের বিষয়টি আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। ডিলারেরা রাতে তাঁদের স্টোরে চাল উঠিয়েছে। অভিযুক্ত ডিলারদের শোকজের প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ