ক্রাইস্টচার্চ থেকে উড়ে এল দুঃসংবাদ। সফরকারী বাংলাদেশ দলের কোয়ারেন্টিন বাড়ল আরও ৩ দিন। একই সঙ্গে বাংলাদেশের অনুশীলনও স্থগিত করা হয়েছে। গতকাল নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের অপারেশনস ম্যানেজার নাফীস ইকবাল। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘কয়েক দিনের জন্য আমাদের অনুশীলন স্থগিত করতে বলা হয়েছে। নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা এসেছে।’
ইতিমধ্যে ৩ দফায় কোভিড টেস্ট করানো হয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড় ও স্টাফদের। অপেক্ষা ছিল শেষ টেস্টের। এর মধ্যে জানানো হয়, নিউজিল্যান্ডের এমআইকিউ সেন্টারে আরও কিছুদিন থাকতে হবে দলকে।