হোম > ছাপা সংস্করণ

২০ হাজার চুলা জ্বলছে অবৈধ গ্যাস সংযোগে

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামের ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রামের আবাসিক বাসায় আনুমানিক ২০ হাজার চুলা অবৈধ গ্যাস সংযোগে জ্বলছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত পাঁচ মাসে সাড়ে চার কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও এখনো অধিকাংশ ইউনিয়নে অবৈধ সংযোগ রয়ে গেছে। এতে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা, সাতঘড়িয়া, খাজুরিয়া, গুণবতী ইউনিয়নের রামপুর, বাতিসা ইউনিয়নের দৈয়ারা ও বরৈয়া, আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা, কুলাসার, ধোপাখিলা, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ, বসন্তপুর, ফুলমুড়িসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবৈধভাবে টানা গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করার প্রবণতা বেশি। এসব সংযোগের ব্যবস্থা করে দিতে এলাকায় কয়েকটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এঁরা চুলা প্রতি ১ থেকে ২ লাখ টাকার বিনিময়ে গ্যাস সংযোগের ব্যবস্থা করে দিচ্ছে। বাসিন্দাদের সরবরাহ করছে বিলের ভুয়া বই।

এদিকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযানে গেলে বাধার মুখেও পড়েন। অনেক বাসিন্দা দাবি করেন, তাঁরা বহু বছর ধরে গ্যাস সংযোগ ব্যবহার করে আসছেন। এ জন্য প্রতি মাসে ব্যাংকে বইয়ের মাধ্যমে বিল পরিশোধ করছেন।

খাজুরিয়া গ্রামের রহিম মিয়া বলেন, ‘বহু বছর ধরে গ্যাস ব্যবহার করছি। প্রতি মাসে বিল পরিশোধ করছি। কিন্তু এখন দেখি বাখরাবাদ কর্মকর্তারা এসে আমাদের লাইন কেটে দিয়েছে। এটা যদি অবৈধ হতো তাহলে ব্যাংক কীভাবে আমাদের বিল নিল।’

উত্তর বেতিয়ারা গ্রামের শাকিল উদ্দিন সবুজ বলেন, ‘আমাদের গ্যাস সংযোগ অবৈধ হতে পারে না। প্রমাণ হিসেবে আমার হাতে রয়েছে ডিমান্ড নোট ও পাস বই।’

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক শাহনুর আলম বলেন, প্রতি মাসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তারা অভিযান চালাচ্ছেন। বর্তমানেও যেসব এলাকায় অবৈধ সংযোগ রয়ে গেছে তা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ