নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতারণার মাধ্যমে গ্রাহকের শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার দায়ে অভিযুক্ত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লাকীকে গ্রেপ্তার করেছে র্যাব। টাঙ্গাইলের ভূঞাপুরের সিরাদিখানের একটি দরবারে আত্মগোপনে ছিলেন এই দম্পতি। গত বুধবার সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-৪-এর স্টাফ অফিসার সাজেদুল ইসলাম সজল। সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর এই দম্পতিকে নিয়ে রাজধানীর বনানীতে জসিম ওভারসিজের কার্যালয়ে অভিযান চালানো হয়।