ভেড়ামারা উপজেলার মির্জাপুর-জুনিয়াদহ মসজিদ মাদ্রাসায় কোরআন শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে অর্থসহায়তা দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হোসেন বুলবুল ব্যক্তিগত ভাবে এ টাকা দেন। প্রথম ধাপে ৩৫ কোরআন শিক্ষার্থীকে এক হাজার করে টাকা দেওয়া হয়।
মসজিদের ইমাম আবুল কাশেম বলেন, ‘প্রথম ধাপে কোরআন খতম দেওয়া শিক্ষার্থীদেরকে ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জাকির হোসেন বুলবুল বলেন, ‘করোনাকালীন শিশুরা পড়া-লেখা থেকে দুরে ছিল। এ ছাড়া তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থাও ভালো না। তাই পড়ালেখায় উৎসাহ দিতে তাদেরকে অর্থ সহায়তা দিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহানুল হক, মসজিদের সভাপতি ইয়াকুব আলীসহ আরও অনেকে।