ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে শিল্পকর্ম প্রদর্শনী ও পথনাট্য করেছেন চারুকলার শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে শহীদ হবিবুর রহমান হলের সামনে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এই প্রদর্শনীর আয়োজন করেন।
গত ১ ফেব্রুয়ারি ট্রাকচাপায় নিহত হন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমেল।
প্রদর্শনীতে শতাধিক শিল্পকর্ম স্থান পায়। এর মধ্যে হিমেলের তৈরি ১৫টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। হিমেলের তৈরি শিল্পকর্মগুলো দিয়ে তৈরি করা হয় ‘হিমেল কর্নার’।
আয়োজকেরা বলছেন, হিমেল স্মরণে ও দুর্ঘটনার পর প্রশাসনসহ সংশ্লিষ্টদের উদাসীনতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চারুকলা অনুষদের শিক্ষার্থী আল-আমিন ইসলাম রওনক বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে হিমেলকে যেমন স্মরণ করছি, তেমনি দুর্ঘটনারও প্রতিবাদ করছি। প্রশাসনের গাফিলতিগুলোও তুলে ধরেছি।’
কল্পিত অভিনয়ে হিমেলের আর্তনাদ
প্রদর্শনীর একপর্যায়ে চারুকলার শিক্ষার্থীরা একটি পথনাট্য করেন। সেখানে কাল্পনিকভাবে হিমেলের মৃত্যুর পর তাঁর আত্মার অবস্থা তুলে ধরা হয়। নাটকে দেখা যায়, নীল পলিথিনে ঢাকা হিমেলের নিথর দেহ। পাশেই বালুর তৈরি দুর্ঘটনা পরবর্তী হিমেলের দেহের একটি ভাস্কর্য। চারদিকে সহপাঠীদের আর্তনাদ। হঠাৎ করেই পলিথিন সরিয়ে ঘাতক ট্রাকের দিকে দৌড়াল আত্মা। যেই ট্রাক কিছুদিন আগেই কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। একদৃষ্টিতে তাকিয়ে তিনি ঘাতক ট্রাকের দিকে। আবার দৌড়ে গেলেন ভাস্কর্যের কাছে। ভাস্কর্যের পাশেই ছিল নিজের তৈরি শিল্পকর্ম। দৌড়ে সেগুলো ধরতে গিয়েও ব্যর্থ হন তিনি।
প্রধান অভিনেতা মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এম এ মোমিন সিদ্দিকী ডিউ বলেন, ‘নাটকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনিয়ন্ত্রিত যানবাহন, অনিরাপদ ক্যাম্পাস, প্রশাসনের উদাসীনতা, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতাকে ফুটিয়ে তোলা হয়েছে।’