সিরাজগঞ্জে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস গতকাল পালিত হয়েছে। দিনটিতে এবারের প্রতিপাদ্য ছিল ‘কোভিডত্তোর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’। প্রতিনিধিদের পাঠানো খবর:
উল্লাপাড়া: গতকাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তা উপজেলা চত্বরে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ।
কাজীপুর: দিবসটিতে উপজেলা চত্বরে এক শোভাযাত্রা বের করা হয়। বনফুল প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিয়ারার সহযোগিতায় এতে অংশ নেয় প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।
বেলকুচি: দিবসটিতে বেলকুচি অটিজম স্কুলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অটিজম স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সেখানে সভাপতিত্ব করেন ওই স্কুলের সভাপতি সাবেক মেয়র বেগম আশানূর বিশ্বাস। এ সময় বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ প্রমুখ।