নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুরের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিব নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশেম বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন বাহাদুর বলেন, গতকাল ভোরে কাশেম বাজারে আমার নির্বাচনী অফিসে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর ও ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পাটোয়ারি দিপু বলেন, ‘সজিব আমার কোনো কর্মী সমর্থক নয়। তিন একজন মানসিক রোগী।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, নৌকা প্রতীকের অফিস ভাঙচুর করার অভিযোগে সজিব নামে এক যুবককে আটক করা হয়েছে।