কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভ্যান থেকে পড়ে আহত হন এক নারী মারা গেছেন। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ওই নারীর নাম জমিলা বেগম (৫৫)। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের গঙ্গানারায়ণ গ্রামের ইউনুস আলীর স্ত্রী। তিনি রোববার বনোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রিকশা থেকে রাস্তায় পড়ে যান।
জমিলার পরিবারের সদস্যরা জানান, তিনি অন্নদানগর-কাউনিয়া সড়কের বটতলা মোড়ে রিকশা থেকে পড়ে যান। এতে তাঁর বুকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার বিকেলে তিনি মারা যান।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান সেলিম বলেন, জমিলা রোববার আহত হন। তাঁকে সোমবার সকালে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।