মুক্তিযুদ্ধের শহীদের অগ্রাধিকার না দিয়ে জীবিতদের নিয়ে লাফালাফি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। গতকাল শনিবার ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত পতাকা র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এ র্যালির আয়োজন করে।
র্যালি হওয়ার আগে সমাবেশে ফয়জুল করিম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। আজ পর্যন্ত তাঁদের তালিকা প্রকাশ করেনি সরকার। তুষ্ট না হওয়ায়, অজস্র মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।’ মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের নাম ঢাকা শহরে প্রবেশের গেটে লিখে রাখার দাবিও জানান তিনি।
দেশ স্বাধীন হওয়ার পর যখন যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের সমর্থকেরা অত্যাচার-নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ করেন পতাকা মিছিলে অংশ নেওয়া ইসলামী আন্দোলনের নেতারা।