বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের শ্রমিকনেতা নাছির হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকালে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় নিহত নাছিরের স্ত্রী, তিন মাসের পুত্রসন্তান ও দুই মেয়েসহ হাজারো মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন করাতিপাড়া গ্রামের নিজামুল ইসলাম রোপন, হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. দুলাল হোসেন, সাবেক ইউপি সদস্য মো. রুবেল মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, মো. শাহীন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা নাছির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশাচালক নাছির মিয়াকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের নওজেশ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, ৯ মার্চ দুপুরে করটিয়ার আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুরপাড়ে অটোরিকশাচালক নাছির কাস্তে দিয়ে কাঁঠাল গাছের পাতা কাটছিলেন। এ সময় গাছের ওপর দিয়ে পুকুরে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার হঠাৎ কাস্তের আঁচড়ে কেটে যায়।
ওই ঘটনার জের ধরে করটিয়া পূর্বপাড়ার বাদল নামে এক ব্যক্তির নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে নাছির গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে বাড়িতে নেওয়া হয়। গত রোববার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে আবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার নাছিরের মৃত্যু হয়।