হোম > ছাপা সংস্করণ

তক্ষকসহ গ্রেপ্তার ২

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বকচর কন্টিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার ফখরুল ইসলাম (৪৫) ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা চকপাড়া এলাকার আমিনুল ইসলাম। শ্রীবরদী থানায় র‍্যাব বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করে। গ্রেপ্তার এই মামলার দুজনকে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলার বকচর কন্টিপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা। ওই সময় একটি জীবিত তক্ষকসহ ফখরুল ও আমিনুলকে আটক করা হয়। উদ্ধার করা তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে তক্ষক বেচাকেনা ও সরবরাহ করার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ