ব্রাহ্মণপাড়ায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত বুধবার এ কর্মসূচি শুরু করা হয়। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদ্রাসার ২০ হাজার শিক্ষার্থী এ টিকা পাবে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নিতে উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলো ভবনে জড়ো হচ্ছে। এখানে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে। দুটি বুথে টিকা দেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন ও করোনাভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন ফরম হাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। তাদের উৎসবমুখর পরিবেশে টিকা নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উৎসাহের মধ্য দিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলো ভবনে স্থাপিত টিকাকেন্দ্রে প্রথম দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পৃথক পৃথক লাইনে ছাত্র-ছাত্রীরা টিকা গ্রহণের জন্য পৃথক দুটি বুথের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রাখতে টিকাকেন্দ্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন বলেন, ‘ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী কর্মসূচি চলবে। টিকা গ্রহণের পর কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’