তাহিরপুর উপজেলার জাদুকটা ও মাহারাম নদী থেকে বালু উত্তোলন নিয়ে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাদুকাটা নদীর বালু ব্যবসায়ী ও শ্রমিক সংঘ এ সমাবেশ করে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় জাদুকাটা বালু মহালে অবৈধ সুবিধা নিতে না পারায় ও কর্মসংস্থান বন্ধ করার অভিযোগ এনে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলর বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে শ্রমিক নেতা সত্তার আজাদসহ অন্যান্য বক্তারা বলেন, চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে জাদুকাটা নদীতে অনৈতিক সুবিধা না দেওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছেন। যার প্রেক্ষিতে আমাদের অনেক ব্যবসায়ী ও শ্রমিক জেল জরিমানার শিকার হয়েছেন।
অপরদিকে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের বিপক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা সদরের পূর্ব বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তাহিরপুর সদর ও হাওর পাড়ের কৃষক নেতারা এর আয়োজন করে।
কৃষকদের এ সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন। এতে কৃষকদের পক্ষে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক আলী মুর্তজা, কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘মাহারাম ও জাদুকাটা নদীর বালু রক্ষা, উপজেলার কৃষি ও কৃষকের স্বার্থে কথা বলায় (ডিও লেটার) আমার বিরুদ্ধে একটি কুচক্র মহল ষড়যন্ত্র করে প্রতিবাদ মিছিলের করেছে। এ অঞ্চলের কৃষক জনতার অধিকার আদায়ে আমার এ অবস্থান সব সময় ঠিক থাকবে।’