কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্যানেল মেয়র ও কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের কুলখানি সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর পাথুরিয়া পাড়ার পানুয়া আহম্মদিয়া জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে কুলখানি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, ১৬ নম্বর কুসিক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, মাসুদুর রহমান মাসুদসহ সিটি করপোরেশনের কাউন্সিলরেরা।
সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘অতীতে সোহেলের পাশে ছিলাম। এখন যেহেতু সোহেল নাই, এখন সোহেলের পরিবারের পাশে থাকব।’